Apan Desh | আপন দেশ

লেনদেনের শীর্ষে ১০ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৮, ২৫ জুন ২০২৪

লেনদেনের শীর্ষে ১০ প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন হয়েছে। এদিন শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ৩৯৪টি কোম্পানির। লেনদেনের শীর্ষে ছিল ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড।

মঙ্গলবার (২৫ জুন) শেয়ার বাজারে চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা গেছে।

এদিন ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের ৫৩ কোটি ৭১ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতেই লেনদেনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
 
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্স। প্রতিষ্ঠানটির ২৩ কোটি ৫০ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ৭৯ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বীচ হ্যাচারি।

এছাড়া ১৩ কোটি ৮৫ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকায় চতুর্থ ব্র্যাক ব্যাংক, ১২ কোটি ৪২ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন করে পঞ্চম স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
 
শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় এদিন আরও ছিল ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও ফরচুন সুজ।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়