ছবি: সংগৃহীত
ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) ও কমিউনিটি ব্যাংক পিএলসি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগের জন্য সহজ শর্তে ঋণ বিতরণে স্মারক স্বাক্ষরিত হয়।
মঙ্গলবার (২ এপ্রিল) সিএমএসএফ কার্যালয়ে চিফ অব অপরেশন্স মো. মনোয়ার হোসেন, কমিউনিটি ব্যাংকের সিওও শামসুল হক সুফিয়ানী পক্ষে স্বাক্ষর করেন।
সিএমএসএফ’র চেয়ারম্যান নজিবুর রহমান, বোর্ড অব গভর্নরসের সদস্য দেলোয়ার হোসেন, কমিউনিটি ব্যাংকের হেড অব আইসিসি মো. খায়রুল আলম, মতিঝিল শাখার ব্যবস্থাপক ড. মো. আরিফুল ইসলাম ও সিএমএসএফ’র হেড অব অপরেশন্স মো. ওয়াসি আজম প্রমুখ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মার্কেটে তারল্য প্রবাহ বাড়াতে ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারিজদের অনুকুলে প্রাথমিকভাবে ১০০ কোটি টাকা ঋণ দেয়ার উদ্দেশ্যে এ চুক্তি স্বাক্ষর হয়েছে। স্বল্প সুদে এ চুক্তির মাধ্যমে ঋণ প্রদান প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হলো।
আপন দেশ/টি/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।