
ছবি : আপন দেশ
মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এবার চট্টগ্রামে জুলাই পদযাত্রা ও সমাবেশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২০ জুলাই) বিকেলে বিপ্লব উদ্যানে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থল ও আশেপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এছাড়া কক্সবাজারের চকরিয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভেঙে দেয়ায় বাড়তি নিরাপত্তা দেয়া হচ্ছে।
আরও পড়ুন<<>>শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ২
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) বিকেলে নগরীর স্টেশন রোডে অবস্থিত মোটেল সৈকতে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালায় সিএমপির নগর পুলিশের একটি দল। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া আর কাউকে অবস্থান করতে দেয়া হয়নি।
সন্ধ্যা ৭টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী সেখানে তল্লাশি চালানো হয়। রোববার সকালে হোটেল থেকে রাঙামাটিতে যাবেন এনসিপির নেতারা। সেখান থেকে কাপ্তাই হয়ে পথসভা শেষ করে তাদের বিপ্লব উদ্যানে সমাবেশে আসার কথা রয়েছে।
জেলার পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি। যে হোটেলে তারা থাকবেন, সেখানে সুইপিং করা হয়েছে। যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়ন থাকবে বাড়তি পুলিশ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।