Apan Desh | আপন দেশ

শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪১, ২০ জুলাই ২০২৫

আপডেট: ১১:৩৩, ২০ জুলাই ২০২৫

শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ২

ছবি : আপন দেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মো. শরীফুল আলম (৩০) ও মো. জুবায়ের (৩৬) নামে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বিমানবন্দরের আগমনী ১ নং ও ২ নং ক্যানোপির মাঝখান এলাকা থেকে তাদেরকে আটক করে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স।

তল্লাশিকালে আটককৃত একটি প্রাইভেটকারে তাদের দেখানো মতে দুই সিটের মাঝখানে গাড়ির টুলবক্স থেকে ১৩টি কফি কালারের ছোট ব্যাগের ভেতর থেকে ১৫৭৭ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। 

জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়।                                                                                                                                                                                                                                                                             শনিবার (১৯ জুলাই) রাতে তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন<<>>মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ নারী আটক

স্বর্ণালঙ্কার জব্দতালিকা মূলে জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯২ লাখ ৩৯ হাজার চারশ টাকা। স্বর্ণালংকারগুলোর মান ২২ ক্যারেট আসামি মো. শরীফুল আলম ও মো. জুবায়েরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ হতে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনয়ন করে। 

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে কাজ এয়ারপোর্ট এপিবিএন কাজ করে। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা অতীতের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোন চোরাচালান রোধে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়