Apan Desh | আপন দেশ

এমবাপ্পেকে বরণ করল রিয়াল মাদ্রিদ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৪, ১৬ জুলাই ২০২৪

এমবাপ্পেকে বরণ করল রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পে এখন থেকে রিয়াল মাদ্রিদের। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রায় ৮৫ হাজার দর্শকদের সামনে ফরাসি এ তারকাকে আজ (১৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয় রিয়াল মাদ্রিদ।

গত কয়েক বছরে রিয়াল মাদ্রিদের সবচেয়ে আরাধ্য সাইনিং কিলিয়ান এমবাপ্পে। তার সঙ্গে আগেই চুক্তি সই হয়েছিল ক্লাবটির। তবে রিয়ালের খোলোয়াড় হিসেবে আজ দর্শকদের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয় তাকে ।

এর আগে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সান্তিয়াগো বার্নাব্যু ঘুরে দেখান এমবাপ্পেকে। বার্নাব্যুতে মাদ্রিদের ট্রফি কেবিনেটের সামনে এমবাপ্পের হাতে জার্সি তুলে দেন পেরেজ। তবে রিয়ালের হয়ে ৯ নম্বর জার্সি পড়ে খেলবেন এ ফরাসি। এমবাপ্পের আদর্শ খোলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার ৭ নম্বর জার্সিটি আছে ভিনিসিয়াসের দখলে। যার জন্য নাম্বার সেভেন জার্সি পাচ্ছেন না এমবাপ্পে। তাকে খেলতে হবে ৯ নম্বর জার্সি পরেই। 
 
আগামী ১ আগস্ট এসি মিলানের বিপক্ষে প্রথমবার মাঠে নামতে পারেন ফরাসি এ তারকা ।

আপন দেশ/কেএইচ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়