জাগপার লোগো
‘চশমা’ প্রতীকে নিবন্ধন ফিরে পেয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করেন।
এর আগে ২০০৮ সাল দলটিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু শর্ত প্রতিপালন না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি জাগপার নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ করে সে সময়কার কমিশন। পরে আদালতে গেলে নিবন্ধন ফিরে পাওয়ার রায় আসে। যে কারণে প্রজ্ঞাপন দিয়েছে ইসি।
এতে বলা হয়,The Representation of the People Order, 1972-এর Chapter VIA এর বিধান অনুযায়ী নিবন্ধনের শর্তাদি পূরণ করায় বাংলাদেশ নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে ২০০৮ সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয় করে এবং প্রতীক 'হুক্কা'।
আরও পড়ুন : ইশতেহার নিয়ে অনলাইনে জনগণের মতামত নেবে জামায়াত
এবার তারা দলের নাম 'জাতীয় গণতান্ত্রিক পার্টি'-র সঙ্গে 'জাগপা' সংযোজন এবং দলের প্রতীক 'হুক্কা'-র পরিবর্তে 'চশমা' বরাদ্দের জন্য আবেদন করে।
ইসি এ আবেদন গ্রহণ করে নিবন্ধিত রাজনৈতিক দলের নাম 'জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা' এবং প্রতীক 'চশমা' নির্ধারণ করে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































