
ছবি: আপন দেশ
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শেষে মাঠজুড়ে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে উদ্যোগ নেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যার পর শুরু হওয়া এ পরিচ্ছন্নতা কার্যক্রম চলে রাত পর্যন্ত।
সারাদিনব্যাপী সমাবেশে দেশজুড়ে আসা হাজার হাজার মানুষ অংশ নেন। এতে উদ্যানে ও আশপাশের এলাকাগুলো—বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, টিএসসি, শাহবাগ ও রমনা পার্কে—ব্যবহৃত পানির বোতল, খাবারের প্যাকেট, ব্যানার ও প্লাস্টিকজাত বর্জ্য ছড়িয়ে পড়ে। পরবর্তীতে জামায়াতের নেতাকর্মীরা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানা জামায়াতের আমীর ও ঢাবির সাবেক শিবির সভাপতি অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক।
জানা গেছে, শনিবার সন্ধ্যার পর ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ঢাবির সাবেক শিবির সভাপতি ও বর্তমান শাহবাগ থানা জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহ মোহাম্মাদ মাহফুজুল হক নেতৃত্বে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান মাঠ পরিষ্কার কর্মসূচি আমরা শুরু করেছি। পরিপূর্ণভাবে পরিষ্কার করে দেব, ইনশাআল্লাহ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।