
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
বারবার আঘাতেও আওয়ামী লীগকে শেষ করে দেয়া যায়নি। ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। কারণ আওয়ামী লীগের শক্তি দেশের সাধারণ জনগণ। বাঙালির সব অর্জনেই আওয়ামী লীগ জড়িত। ডিজিটাল বাংলাদেশ করেছি, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। ২০২৬ সাল থেকে আমাদের যাত্রা শুরু হবে উন্নয়নশীল দেশ হিসেবে। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৩ জুন) বিকেলে ঐতিহাসিক সোহরওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতি বলেন, বাঙালির সব অর্জনেই আওয়ামী লীগ জড়িত। জন্ম থেকে আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপের কারণেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে ছিল সংগঠনটি। কিন্তু বারবার এ দলকে আঘাত করা হয়েছে, নিশ্চিহ্নের চেষ্টা হয়েছে। যতবার আঘাত এসেছে ততবারই ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। কারণ আওয়ামী লীগের শক্তি দেশের সাধারণ জনগণ।
তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া যারা ক্ষমতায় এসেছে তারা সন্ত্রাসবাদ, শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, দুর্নীতি করেছে। তারা জনগণের শক্তি ভুলে গিয়েছিল। আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে।
শেখ হাসিনা বলেন, আজকে ২০২৪ সালে দাঁড়িয়ে বলতে পারি ডিজিটাল বাংলাদেশ করেছি, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বে মাথা উঁচু করে চলার সুযোগ পেয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। কিন্তু তার আদর্শকে হত্যা করতে পারেনি। আমি কাছে থেকে দেখেছি তিনি কিভাবে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।