জাপানে উচ্চ শিক্ষা সংক্রান্ত এমওইউ সেই করেছে ইবি
ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশনের (আই আই ই আর) উদ্যোগে জাপানে উচ্চ শিক্ষার জন্য দেশটির একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতাপত্র (এমওইউ) স্বাক্ষর হয়েছে। রোববার (১৯ নভেম্বর) এ বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি সই করেন ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া। আর জাপানি প্রতিষ্ঠানের পক্ষে সই করেন জেনমেরারি।
অনুষ্ঠানে ইবির আই আই ই আরের পরিচালক প্রফেসর ড. মো. মামুনুর রহমান, সাবেক ভিসি প্রফেসর ড. মো. হারুন উর রশিদ আসকারী, সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহীনুর রহমান, প্রফেসর ড. মো. রুহুল কে এম সালেহ, প্রফেসর ড. মাহবুবুল আরফিন, প্রফেসর ড. মো. রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ, প্রফেসর ড. মিয়া মো. রাশিদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধ পরবর্তী স্বীকৃতিকারী দেশ হিসেবে জাপানের ভূমিকা এবং বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুত্বের কথা ও দেশের সবধরনের উন্নয়নে দেশটির সহায়তার কথা কৃতজ্ঞচিত্রে তুলে ধরেন।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।