Apan Desh | আপন দেশ

সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৭, ৩১ জুলাই ২০২৪

সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। শিক্ষার্থীরা বাধা ডিঙিয়ে যাওয়ার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুরে সিলেট নগরের সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, সারা দেশে ছাত্রহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা গুম-খুনের প্রতিবাদে ও জাতিসংঘ তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ছিল। শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে অবস্থান নেন। এ সময় পুলিশ অবস্থান নিয়ে শিক্ষার্থীদের সরে যেতে বলে।

তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সিলেট শহরের দিকে পদযাত্রা করেন। শিক্ষার্থীরা নগরের সুবিদবাজার মোড়ে পৌঁছালে, পুলিশ সদস্যরা তাঁদের বাধা দেয়। শিক্ষার্থীরাও সুবিদবাজার মোড় সড়কে কিছু সময় অবস্থান করেন। একপর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যেতে থাকেন। এতে পুলিশ হঠাৎ করে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। শিক্ষার্থীরাও ইটপাটকেল ছোড়েন। একপর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, কর্মসূচিতে অংশগ্রহণকরারীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। পরে পুলিশ কাঁদানের গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়েছে। এতে ছত্রভঙ্গ হয়ে যায়।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়